শনিবার মিয়ানমারের কায়াহ প্রদেশে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। কায়াহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী দল কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্সের দাবি, এই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা। দীর্ঘদিন ধরে কায়াহ প্রদেশে কেএনডিএফ বাহিনীর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘাত চলছিলো। যদিও দেশটির জান্তা সরকার বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীকে বেশ কয়েকটি সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাতী দল আর জান্তাবিরোধী মিলিশিয়াদের সঙ্গে সংঘাতে জড়াতে হচ্ছে। গেলো সপ্তাহেই জান্তা বাহিনীর নিয়োগপ্রাপ্ত মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে সতর্কবার্তা দেন, বিদ্রোহ দমনে ব্যর্থ হওয়ায় মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে।
জাতিসংঘ বলছে, চীনের সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে শান রাজ্যে সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পার্শ্ববর্তী কাচিন ও সাগাইং থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৪০ হাজার মানুষ। গেলো তিন মাসে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তাবিরোধী অভিযান শুরুর পর বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে। বিদ্রোহীদের দাবি, তারা ১০০ টিরও বেশি সেনাঘাঁটি দখল করেছে।
২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অং সান সুচিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনাশাসিত জান্তা সরকার।





