যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্বে আকাশচুম্বী স্বর্ণের দাম

স্বর্ণ
স্বর্ণ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্বের জেরে বিশ্বজুড়ে আকাশচুম্বী স্বর্ণের চাহিদা। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক সপ্তাহের মধ্যে ফের সর্বোচ্চ দাম ছুঁয়েছে সোনালী ধাতু। এ ধারা অব্যাহত থাকলে আগামী বছর প্রতি আউন্স স্বর্ণের মূল্য পৌঁছাবে পাঁচ হাজার ডলারে, আভাস ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চের। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রূপাও।

গেলো সপ্তাহেই প্রথমবার চার হাজার ডলারের মাইলফলক স্পর্শ করে স্বর্ণ। মাত্র সাড়ে নয় মাসে ৫৬ শতাংশ দর বেড়ে ফের নতুন রেকর্ড সোনালী ধাতুর। অথচ ২০২৪ সালের একই সময়ে এ হার ছিল অর্ধেকের কম, ২৭ শতাংশ।

মঙ্গলবার বিশ্ববাজারে স্পট গোল্ড অর্থাৎ তাৎক্ষণিক সরবরাহযোগ্য স্বর্ণের দাম রেকর্ড চার হাজার ১১৬ ডলার ছাড়ানোর পর নেমে আসে চার হাজার ১০৬ ডলারে। তাও একদিনে দর বৃদ্ধির হার দুই শতাংশের বেশি। ডিসেম্বরে সরবরাহযোগ্য স্বর্ণের দাম স্থায়ী হয়েছে চার হাজার ১৩৩ ডলারে। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা আর দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে ঊর্ধ্বমুখী চাহিদার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

স্বর্ণ বিক্রি করতে আসা ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘গতকালই স্বর্ণ কিনতে এসেছিলাম। আর আজ এসেছি লাভে বিক্রি করতে। দিনের লাভ দিনে মিলছে। গতকাল ৬১ হাজার ৫৬০ থাই বাথে কেনা স্বর্ণ বিক্রি করে আজ ৪০০ থাই বাথ লাভ করেছি।’

অন্য একজন বলেন, ‘এক মাসেই স্বর্ণের দাম ১০ হাজার বাথ বেড়েছে। আগে কখনোই এমন ঊর্ধ্বগতি দেখিনি। স্বর্ণ বাস্তব সম্পদ বলে এটি বেশি স্থির।’

আরও পড়ুন:

এর আগে স্বর্ণের মূল্য নিয়ে আভাস সোমবার আরও বাড়ায় ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চ। জানায়, ২০২৬ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠতে পারে পাঁচ হাজার ডলার পর্যন্ত। গড় দাম থাকবে চার হাজার ৪০০ ডলারের আশপাশে। একই আভাস স্ট্যান্ডার্ড চার্টার্ডেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক বৃদ্ধির হুমকিতে নিরাপদ বিনিয়োগের ভূস্বর্গ খ্যাত স্বর্ণের প্রতি ঝোঁক আকাশ ছুঁয়েছে বিনিয়োগকারীদের। ভূমিকা রয়েছে মুদ্রাবাজারে ডলারের দরপতনেরও।

জার্মানির অর্থনীতিবিদ অলিভার রথ বলেন, ‘অবশ্যই, স্বর্ণ অনেক বিনিয়োগকারীর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল, যা বিশেষ করে ডলারের দুর্বলতার সাথে সম্পর্কিত। আপনি যদি স্বর্ণে বিনিয়োগ করেন, যা সবসময় মার্কিন ডলারে কেনাবেচা হয়, তাহলে আপনি নিশ্চিতভাবেই নিরাপদ বোধ করতে পারেন। স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অনেক বিশেষজ্ঞ, আমি নিজেও আসলে বিশ্বাস করি যে স্বর্ণের দাম বাড়তে থাকবে।’

স্বর্ণকেন্দ্রিক বিনিময় লেনদেন তহবিল বা ইটিএফের চাহিদা বৃদ্ধি, সারা বিশ্বে বাণিজ্যিক ও ভূরাজনৈতিক টানাপড়েন বাড়তে থাকাসহ নানারকম অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগে আগ্রহ বাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যেও। অস্থির এসময়ে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী অন্যান্য মূল্যবান ধাতুর দামও। এক সপ্তাহের ব্যবধানে রূপার দাম আউন্সপ্রতি ৪৯ ডলার থেকে বেড়ে ৫৩ ডলার ছুঁইছুঁই। বাড়ছে প্লাটিনাম-প্যালাডিয়ামের দামও।

এসএস