পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ সেনেগাল বহু বছর ধরেই ইউরোপগামী আফ্রিকান অভিবাসীদের একটি প্রধান যাত্রাবিন্দু। হাজারো মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ আটলান্টিক পথ বেছে নেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা অতিরিক্ত বোঝাই ও জীর্ণ নৌকায় করে যাত্রা করে। বার্তা সংস্থা এএফপিতে এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়।
সর্বশেষ এ দুর্ঘটনাটি ঘটে এমবুর শহরের উপকূলীয় জলসীমায়। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, প্রায় ১০০ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই ঘটনায় ১২টি লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
আরেকটি নিরাপত্তা সূত্রও মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, এই ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নোকাটির বাকি আরোহীরা সম্ভবত উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পালিয়ে গেছে।
এদিকে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘তাদের শোক ও বেদনায় আমরা অংশীদার। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।’
এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সেনেগালের থিয়েস অঞ্চলে একটি নৌকা থেকে ১২৩ জন অভিবাসীকে আটক করে পুলিশ।





