এদিকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারে অচিনক্লোস চিকিৎসার জন্য তাদের সভা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্বিত করেছে। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠেছে।
গত সপ্তাহে, মার্কিন বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল পিএলসি এক প্রতিবেদনে জানিয়েছে গত প্রান্তিকে তাদের প্রাকৃতিক গ্যাস বিভাগে বিক্রি ও ট্রেডিং থেকে আয় কমেছে। একইভাবে, এক্সন মবিল করপোরেশন এক প্রতিবেদনে জানিয়েছে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং রিফাইন তেলের মার্জিন কমে যাওয়ার কারণে তাদের মুনাফা কমেছে।
এদিকে বিপি জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তেল ও গ্যাস উৎপাদন আগের প্রান্তিকে তুলনায় কম ছিল। এছাড়া মুনাফা মার্জিন কম ছিল। এজন্য তেল ব্যবসা খাতে আয় চতুর্থ প্রান্তিকে কমবে বলে পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের শেষের দিকে তেলের বাজার অপ্রত্যাশিত দুর্বলতার মুখোমুখি হয়েছিল, এ সময়ে তেল দাম ও তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে কম ছিল বলে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।