এক বছরে ২৬ শতাংশ রাজস্ব হারিয়েছে বোয়িং

আন্তর্জাতিক বাণিজ্য
0

এক বছরের ব্যবধানে ২৬ শতাংশ রাজস্ব হারিয়েছে বোয়িং। শেয়ার প্রতি আড়াই ডলারের বেশি ক্ষতি গুণেছে প্রতিষ্ঠানটি, যা এক বছর আগেও ছিল মাত্র ৪৭ সেন্ট।

সোমবার (২৭ জানুয়ারি) বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। 

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য, নভেম্বর পর্যন্ত তিন মাসে এক হাজার ৬২১ কোটি ডলার আয় করেছে বোয়িং। 

গেল বছরের একই সময়ের তুলনায় এ অঙ্ক ২৬.৪ শতাংশ কম। বিগত আট প্রান্তিক ধরে পূর্বাভাসের চেয়েও চার গুণ বেশি ক্ষতির মুখে পড়েছে বোয়িং। 

চতুর্থ প্রান্তিকেও ক্ষতির আভাস ছিল ৪শ' কোটি ডলারের। করোনা মহামারির পর থেকে বিমানসহ বোয়িংয়ের বিভিন্ন পণ্য বিক্রিও কমেছে ৩৪ শতাংশের বেশি।

ইএ