পরিষেবা
অর্থনীতি
0

হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

১৩ বছর পর সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে নতুন করে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলো। এখান থেকে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।

গ্যাস প্রাপ্তির মাত্র ১৩ দিনের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করলো সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। আজ (সোমবার, ৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় সিলেট ৭ নম্বর কূপ থেকে উত্তোলিত গ্যাস আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা হয়।

চলতি বছরের ১৭ই জুলাই ৭৩ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভারের মাধ্যমে মাত্র তিন মাসের মধ্যেই গ্যাস উত্তোলনের সব কাজ শেষ হয়। ২২ অক্টোবর গ্যাস প্রাপ্তির নিশ্চয়তা পাওয়ার পর সব প্রক্রিয়া শেষ হয়।

সংশ্লিষ্টরা জানান, এই কূপে অন্তত ৯৪ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। যেখান থেকে প্রতিদিন প্রায় ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে ১৫ থেকে ২০ বছর সরবরাহ করা সম্ভব।

সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর ১৯৮৬ সালে এই গ্যাসক্ষেত্রেরই ৭ নম্বর কূপে পাওয়া যায় দেশের একমাত্র তেলক্ষেত্র।

১৯৯৪ সাল পর্যন্ত এই কূপ থেকে ৫ লাখ ৬০ হাজার ৮৬৯ ব্যারেল তেল উৎপাদনের পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত গ্যাস উত্তোলন হলেও ২০১১ সালে সেটিও বন্ধ হয়ে যায়।

বর্তমানে ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে এই কূপ থেকে আবারো গ্যাস উত্তোলন শুরু করেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।

ইএ