অর্থনীতি
আন্তর্জাতিক বাণিজ্য
0

৭০০ কর্মীকে সাময়িক ছুটিতে পাঠাবে স্পিরিট অ্যারো

এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। ফলে বিনিয়োগকারীদের ব্যয় বেড়েছে। এ প্রেক্ষিতে ২১ দিনের জন্য সাতশো কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানোর ঘোষণা দিয়েছে স্পিরিট অ্যারোসিস্টেম। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বোয়িংয়ের ৭৬৭ ও ৭৭৭ ওয়াইডবডি প্রোগ্রামে যারা কর্মরত ছিল তারা এর ফলে প্রভাবিত হবে। গত ১৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে থাকা কারখানার ৩৩ হাজার কর্মী আন্দোলন শুরু করলে এসব জেটের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, খরচ কমানো, নিয়োগ শিথিল, ভ্রমণ ও ওভারটাইম সংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন কারণে সাময়িক ছুটি প্রদানের এ উদ্যোগ নিয়েছে স্পিরিট।

স্পিরিটের প্রধান নির্বাহী প্যাট শানাহান বলেন, ‘ছুটির কারণে আমাদের সহকর্মী ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে এবং আমরা এ বিষয়ে অবগত। তবে এ সময় আমরা তাদের সহযোগিতা করব।’

বোয়িংয়ে জেট তৈরিতে যাদের বিনিয়োগ ছিল সাম্প্রতিক সময়ের আন্দোলনের কারণে তারা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে অনেক কর্মীকে ছুটিতে পাঠিয়েছে।

অন্যদিকে কানসাসভিত্তিক স্পিরিট অ্যারো জানায়, চলমান আন্দোলন যদি নভেম্বর পর্যন্ত চলতে থাকে তাহলে প্রতিষ্ঠানটি আরো কর্মীকে সাময়িক ছুটি ও অব্যাহতি দেবে। তবে এ বিষয়ে বোয়িংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ছয় বছরের বেশি সময় ধরে বোয়িং ও এর সরবরাহ চেইন বেশ জটিল সময় পাড় করছে। বিশেষ করে ৭৩৭ ম্যাক্স অবতরণের সময় দুর্ঘটনা, বৈশ্বিক মহামারি ও গুণগত মানের অভাব কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে বাধা দিচ্ছে।

এএইচ