প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জাপানের গুনমা প্রিফেকচারের ইয়াজিমা প্ল্যান্টে গাড়ি নির্মাণ শুরু হবে। প্ল্যান্টটির উৎপাদন সক্ষমতা প্রতি মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার ইউনিট গাড়ি।
বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ইভির দাম ঊর্ধ্বমুখী। এমতাবস্থায় কোম্পানি দুটি গাড়ির উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উন্নয়নের সময়ও কমাতে আগ্রহী।
এর আগে ২০২২ সালের মে মাসে একটি স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল তৈরি করেছিল টয়োটা ও সুবারু। এরপর টয়োটা বিজেডফোরএক্স এবং সুবারু সলটেরা নামে গাড়িগুলো বাজারে আনা হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ইভিতে বিজেডফোরএক্স এসইউভি মডেলসহ অন্য গাড়ির যন্ত্রাংশ থাকবে। যা অনেকাংশেই গাড়ির উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে।
এর আগে চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে সুবারু ঘোষণা দিয়েছিল যে, ২০২৬ সালের শেষ দিকে টয়োটার সঙ্গে সম্মিলিতভাবে নতুন মডেলের ইভি তৈরি ও বাজারজাত করবে কোম্পানিটি।
কেননা কোম্পানি বুঝতে পেরেছিল একক প্রচেষ্টার ইভি তৈরি করা বেশ জটিল। ২০৩০ সাল নাগাদ প্রতিবছর ৬ লাখের বেশি ইভি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সুবারু।