তিন মাসের মাথায় আগাম ভোট ঘোষণা, জাপানের পার্লামেন্ট বিলুপ্ত

সানায়ে তাকাইচি
সানায়ে তাকাইচি | ছবি: সংগৃহীত
0

জাপানে আগাম নির্বাচনের লক্ষ্যে পার্লামেন্ট বিলুপ্ত করলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভোটগ্রহণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) পার্লামেন্টে এ সংক্রান্ত চিঠি পড়ে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেন স্পিকার।

আরও পড়ুন:

এর মধ্য দিয়ে ১২ দিনের নির্বাচনি প্রচারণার সময় শুরু হলো। অক্টোবরের নির্বাচিত জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাত্র তিন মাস ক্ষমতায় আছেন তাকাইচি।

সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন অনেকটা হারানো ক্ষমতাসীন দলের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগাম নির্বাচন দিচ্ছেন তিনি। এ জন্য কাজে লাগাচ্ছেন নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে।

এএম