আন্তর্জাতিক বাণিজ্য
0

উবারে রোবোট্যাক্সি সরবরাহ করবে জিএম ক্রুজ

রাইড শেয়ারিং প্লাটফর্ম উবারে স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি সরবরাহ করবে ক্রুজ। আগামী বছর থেকে এসব গাড়ি সরবরাহ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, বাজার ধরতে জেনারেল মোটরসের মালিকানাধীন রোবোট্যাক্সি উৎপাদনকারী কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে।

রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, গাড়ি সরবরাহের জন্য কোম্পানি দুটি কয়েক বছরের চুক্তি করেছে। বিবৃতিতে জানানো হয়, চুক্তির ফলে উবার ব্যবহারকারীরা ক্রুজের স্বয়ংক্রিয় গাড়ি ব্যবহার করতে পারবে।

আলফাবেটের ওয়েমোর সঙ্গে গত বছরের অক্টোবর এক চুক্তি করে উবার। এরপর থেকে প্লাটফর্মে কোম্পানিটি ড্রাইভারবিহীন গাড়ি ব্যবহারের সুবিধা দিচ্ছে। বর্তমানে উবারের বহরে ৭০০টির বেশি এমন গাড়ি রয়েছে।

গত বছর সান ফ্রান্সিসকোতে গুরুতর দুর্ঘটনার কারণে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় ক্রুজ। এক বছর পর বর্তমানে কোম্পানিটি পুনরায় যুক্তরাষ্ট্রের রাস্তায় নিজেদের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে।

চলতি বছরের শুরুতে সেফটি ড্রাইভারসহ স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে গত সপ্তাহে হার্ড ব্রেকিংয়ের সমস্যা থাকায় ১ হাজার ২০০ এর বেশি রোবোট্যাক্সি প্রত্যাহার করার বিষয়ে সম্মত হয়েছে ত্রুজ।

চলতি বছরের অক্টোবরে রোবোট্যাক্সি বাজারজাতের উদ্যোগ নিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক। মূলত বিদ্যুচ্চালিত গাড়ির বাজার কমায় এ উদ্যোগ নিয়েছেন মার্কিন এ ধনকুবের। এর প্রেক্ষিতে বাজার ধরতে উবারের সাথে চুক্তি করেছে জেনারেল মোটরস মালিকানাধীন কোম্পানিটি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর