কর্পোরেট
3

দেশের বাজারে রিভোর নতুন দুই ইলেকট্রিক মোটরসাইকেল

বাংলাদেশের বাজারে নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে এসেছে রিভো। এগুলো হলো এ০১ এবং সি০৩। বিশ্বের ৬ষ্ঠ দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশে কোম্পানিটি বিভিন্ন মডেলের ইলেকট্রনিক মোটরসাইকেল নিয়ে আসছে।

দৈনন্দিন যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে রিভো এ০১ ডিজাইন করা হয়েছে। এই মোটরসাইকেল রয়েছে ৬০ভি ২১ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর; ফলে খুব সহজেই শহরের মধ্যে ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত গতিতে চালানো যায়।

এতে একটি ১২-টিউব, ৩০এ ভেক্টর-ভিত্তিক কন্ট্রোলার রয়েছে। ব্যাটলশিপ গ্রে, মেটালিক ব্ল্যাক এবং পার্ল রেড এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে মোটরসাইকেলটি। রিভো এ০১ এর সামনের চাকায় ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক এবং দুই পাশেই হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এতে রিমোট-কন্ট্রোল অ্যান্টি-থেফ্ট সিস্টেমও রয়েছে।

অন্যদিকে, রিভো সি০৩ মোটরসেইকেলে ৭২ভি ৩৫ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর রয়েছে। এতে উন্নত ১২-টিউব, ৩০এ ভেক্টর-ভিত্তিক কন্ট্রোলার (দ্বিতীয় সংস্করণ) এবং সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) সিস্টেমও রয়েছে।

এই মোটরসাইকেলে আরও আছে ১২-ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার (১১০/৭০-১২) এবং ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। মেটালিক ব্ল্যাক এবং ব্যাটলশিপ গ্রে এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেলটি।— সংবাদ বিজ্ঞপ্তি

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর