উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে গাড়ি বিক্রি

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি পৌঁছেছে ৫ বছরের মধ্যে সর্বোচ্চে। বিদায়ী বছর দেশটিতে বিক্রি হয়েছে ১ কোটি ৫৯ লাখ গাড়ি।

২০২৩ সালের তুলনায় এ হার ২ দশমিক ২ শতাংশ বেশি। টানা দুই বছর ধরে দেশটিতে গাড়ি বিক্রিতে শীর্ষে জেনারেল মোটরস।

বিদায়ী বছর প্রতিষ্ঠানটি বিক্রি করে ২৭ লাখ গাড়ি। গাড়ি বিক্রির হার বৃদ্ধিতে সহায়তা করেছে বিদ্যুৎচ্চালিত গাড়ি।

ইলেকট্রিক ভেহিকেলের জন্য ক্রেডিট ট্যাক্স অপসারণের পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে ২০২৫ সাল গাড়ির বাজারের জন্য স্বর্ণযুগ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এএম