আন্তর্জাতিক বাণিজ্য
0

অ্যামাজনের ডেলিভারি ভ্যান উৎপাদন বন্ধ ঘোষণা

অ্যামাজনের জন্য ডেলিভারি রোবট উৎপাদন বন্ধ করে দিয়েছে ইভি নির্মাতা কোম্পানি রিভিয়ান। যন্ত্রাংশ সংকটের কারণে সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধের বিষয়ে জানিয়েছেন কোম্পানির এক মুখপাত্র।

বিদ্যুৎচালিত অন্যান্য কোম্পানির মতো রিভিয়ানও দুই বছরেরও বেশি সময় ধরে উৎপাদনজনিত সমস্যায় রয়েছে। মূলত যন্ত্রাংশের সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

ইমেইলে পাঠানো বিবৃতিতে মুখপাত্র জানান, একটি যন্ত্রাংশের সংকট আমাদের ইলেকট্রিক ডেলিভারি ভ্যান (ইডিভি) উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা কাটিয়ে ওঠার বিষয়েও আশা প্রকাশ করেছেন তিনি।

কোন যন্ত্রাংশ এবং উৎপাদনকারী কোম্পানি এর সঙ্গে জড়িত সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়াও কবে থেকে উৎপাদন বন্ধ রয়েছে সে বিষয়েও কিছু জানানো হয়নি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইলিনয়েসের কারখানায় রিভিয়ান সব ধরনের গাড়ি তৈরি করে থাকে। অন্যদিকে জর্জিয়াতে কোম্পানির আরও একটি অ্যাসেম্বলি প্ল্যান্ট রয়েছে।

কোম্পানির ‍বিবৃতি অনুযায়ী, যন্ত্রাংশ স্বল্পতা থাকলেও রিভিয়ানের আর১এস এসইউভি ও আর১টি পিকাপ মডেলের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হবে না।

অ্যামাজন জানায়, চলতি মাসে রিভিয়ানের উৎপাদন সমস্যার বিষয়ে কোম্পানি অবগত ছিল। তবে এর কারণে যে বড় প্রভাব পড়বে সে বিষয়ে সতর্ক ছিল না।

২০৩০ সাল নাগাদ ১ লাখের বেশি বিদ্যুৎচালিত ডেলিভারি ভ্যানের ক্রয়াদেশ দিয়েছে ই-কমার্স জায়ান্টটি। অন্যদিকে চলতি মাসের শুরুতে, রিভিয়ান জানিয়েছিল যে, চলতি প্রান্তিকে কোম্পানির পণ্য সরবরাহ কিছুটা কম থাকবে।

tech