আন্তর্জাতিক বাণিজ্য
0

দ্বিতীয় ধাপে কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে সিসকো

দ্বিতীয় ধাপে চলতি বছর আরো কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান সিসকো। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বর্তমানে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে কাজ করার কথা ভাবছে। যার অংশ হিসেবে নতুন করে কয়েক হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪ হাজারের কাছাকাছি কর্মী ছাঁটাই করেছিল সিসকো। এবারও এর কাছাকাছি কর্মী ছাঁটাই করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি সপ্তাহে কোম্পানির আয় প্রতিবেদন প্রকাশ করা হবে। এর সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানানো হবে বলে জানা গেছে। সিসকোর অফিশিয়াল নথির তথ্যানুযায়ী, ২০২৩ সালের জুলাই নাগাদ মোট ৮৪ হাজার ৯০০ কর্মী কর্মরত ছিল।

ছাঁটাইয়ের বিষয়ে সিসকোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছাঁটাইয়ের প্রতিবেদন প্রকাশের পর কোম্পানির শেয়ারমূল্য ১ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের কোম্পানিটি মূলত রাউটার ও সুইচ তৈরি করে থাকে। বিভিন্ন কারণে কোম্পানির পণ্যের চাহিদা ক্রমশ কমতে থাকে এবং সরবরাহ চেইনের সমস্যাও ব্যবসায়িক কার্যক্রমেও বিরূপ প্রভাব ফেলেছে।

এর কারণে কোম্পানিটি এর ব্যবসায়িক কার্যক্রমেও পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে মার্চে ২ হাজার ৮০০ কোটি ডলারে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্প্লাংক অধিগ্রহণ করেছে। এ অধিগ্রহণের মাধ্যমে সাবস্ক্রিপশন ব্যবসার পরিধি বাড়াতে পারবে সিসকো।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর