আন্তর্জাতিক বাণিজ্য
0

ওমানের রিজার্ভ বেড়েছে ৯ শতাংশ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে ওমানের বিদেশি রিজার্ভ ৯ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটির রিজার্ভ বেড়ে ৭৩৭ কোটি ওমানি রিয়ালে (১৯১ কোটি ডলার) পৌঁছেছে। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে ওমানের অবস্থান আরো শক্তিশালী হবে। আরব নিউজে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন প্রকাশিত তথ্য অনুসারে, দেশটির ব্যাংকেও অর্থের যোগান উল্লেখযোগ্য হারে বেগেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭০ কোটি রিয়ালে ‍উত্তীর্ণ হয়েছে।

তারল্য বা অর্থপ্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ইঙ্গিত করছে বলে অভিমত অর্থনীতিবিদদের। এর ফলে আরো প্রকল্পে অর্থায়ন করা সম্ভব হবে। ইতিবাচক অর্থনৈতিক সূচকের কারণে, ওমানি রিয়ালের বিনিময় হার ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১১৭ দশমিক ৬ পয়েন্টে পৌঁছেছে।

বিপরীতে, কেন্দ্রীয় ব্যাংকের জারি করা মোট মুদ্রার পরিমাণ ১ দশমিক ৯ শতাংশ কমে ১৬৩ কোটি রিয়ালে নেমে এসেছে। মে মাসে সিজার সেরার নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল ওমান সফরে আসে। সে সময় তিনি দেশটির ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার বিষয়ে আশ্বাস দেন।

সার্বিকভাবে এ পরিস্থিতি ক্রমবর্ধমান রিজার্ভ, তারল্য বা অর্থপ্রবাহ একটি প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং একটি স্থিতিশীল ব্যাংকিং খাতের পাশাপাশি ওমানের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর