আন্তর্জাতিক বাণিজ্য
0

দুবাইয়ে আবাসিক সম্পত্তি বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ

চলতি বছরের প্রথমার্ধে দুবাইয়ে আবাসিক সম্পত্তি বিক্রি বেড়েছে। স্থানীয় ব্রোকারেজ কোম্পানি এঙ্গেল অ্যান্ড ভলকার্সের তথ্যানুযায়ী, বার্ষিক গড় বিক্রি ৩৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে এবং ৭৭ হাজার ২৩৩টির বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। সম্প্রতি আরব নিউজ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি চলতি বছরের প্রথমার্ধে দুবাইয়ে ২২ হাজার ৭০০ কোটি দিনার (৬ হাজার ১৮০ কোটি ডলার) মূল্যের আবাসিক সম্পত্তি বিক্রির রেকর্ডের কথা জানিয়েছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি।

সংস্থাটি জানায়, বর্তমানে দুবাইয়ের আবাসিক সম্পত্তি খাত প্রবৃদ্ধিতে রয়েছে। এছাড়াও বিক্রিতে নতুন রেকর্ডও তৈরি হয়েছে। ব্রোকারেজ হাউসটি জানায়, ৮০০ কোটি ডলারের ড্রেইনেজ সিস্টেম, ৩ হাজার ৫০০ কোটি ডলারের আল-মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের পরিধি বাড়ানো এবং ৫০০ কোটি ডলারের দুবাই মেট্রো ব্লু লাইন প্রকল্প দুবাইয়ের প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রচেষ্টার প্রতিফলন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিবছর দুবাইয়ে বার্ষিক হিসাবে ১ লাখ জনসংখ্যা বাড়ছে। অন্যদিকে চলতি বছর দেশটির অর্থনীতি ৪ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সেদিক থেকে দেশের আবাসন খাতও ইতিবাচক পর্যায়ে রয়েছে।

বছরের প্রথমার্ধে এসব অর্জনের বিষয়ে এঙ্গেল অ্যান্ড ভলকার্স মিডল ইস্টের সিইও ড্যানিয়েল হাদি বলেন, দুবাইয়ের আবাসিক আবাসন খাত ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে।

জুমেইরাহ ভিলেজ সার্কেল, দুবাই সাউথ এবং দামাক হিলস টু এর মতো জনপ্রিয় অঞ্চলগুলো ক্রয়ক্ষমতা, আধুনিক সুযোগ-সুবিধা এবং কৌশলগত অবস্থানের জন্য চাহিদার শীর্ষে রয়েছে। এ সময় প্রবৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রেখেছে আবাসন খাত। মোট লেনদেনের ৯১ শতাংশই ছিল আবাসন নির্ভর।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে মোট লেনদেনের আর্থিক মূল্য ৩৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে অফ প্ল্যান ও সেকেন্ডারি লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল জুমেইরাহ।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
আরব আমিরাতে সুনাম কুড়াচ্ছে বাংলাদেশি ট্যাক্সি চালকরা

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন মমিনুল-তাইজুলরা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছেড়েছেন ৮ ক্রিকেটার

যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব

আন্তর্জাতিকভাবে স্বর্ণ ব্যবসা প্রসারের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের

তথ্য নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক বিবাদের বলি পাভেল দুরোভ
তথ্য নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক বিবাদের বলি পাভেল দুরোভ

প্রযুক্তি অঙ্গনে সমালোচনার ঝড়

বিদেশি বিনিয়োগে ভরসা করলেও পাকিস্তান ছাড়ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো

দুবাইয়ে ৮শ হেক্টর জায়গাজুড়ে অবস্থিত বিশাল আবাসন প্রকল্প 'ইন্টারন্যাশনাল সিটি

দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ইধিকার সঙ্গে দুবাইয়ে মঞ্চ মাতালেন নায়ক নিরব

বাংলা কার্নিভাল মাতাতে দুবাই যাচ্ছেন নিরব

আমিরাতে বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সম্মাননা