আয় প্রতিবেদনের তথ্যানুযায়ী, সুদ, করসহ সব খরচ দেয়ার আগে কোম্পানির মুনাফা বছরওয়ারি হিসেবে ২৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৮ কোটি রুপিতে পৌঁছেছে। কর দেয়ার পর কোম্পানি ৩১৫ কোটি রুটি আায় করেছে এবং আগের বছরের তুলনায় এটি ৭৩ শতাংশ বেশি।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে নতুন করে চালু হওয়া ট্রান্সমিশন অ্যাসেট ৪৭ শতাংশ অবদান রেখেছে। এছাড়াও নির্মাণাধীন প্রকল্প এবং বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণে স্মার্ট মিটারসহ বিভিন্ন পণ্য বিক্রিও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি মহান সিপাট ট্রান্সমিশন অধিগ্রহণ করে নেয়। এর মাধ্যমে অপারেশনাল নেটওয়ার্কে আরো ৬৭৩ সার্কিট কিলোমিটার যুক্ত হয়। ট্রান্সমিশন সেগমেন্টের মধ্যে, কোম্পানির পাইপলাইনে একাধিক প্রকল্প যুক্ত হয়েছে। এর মাধ্যমে ট্রান্সমিশন প্রকল্পের জন্য গ্রাহক বা কোম্পানি পর্যায়ের চাহিদা ১৭ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।
অন্যদিকে শিগগিরই ট্যারিফ ভিত্তিক প্রতিযোগিতামূলক বিডিং দরপত্র আহ্বান করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। সেখানে ৯০ হাজার কোটি রুপির ট্রান্সমিশন পাইপলাইন চুক্তির পাওয়ার বিষয়ে আশাবাদী কোম্পানিটি।