২০২২ সালে সারাবিশ্বে ঋণ নেয়া বেড়েছে রেকর্ড পরিমাণে। সেইসঙ্গে উন্নয়নশীল দেশগুলোও সুদের হার বাড়ার কারণে রেকর্ড পরিমাণে ঋণ পরিশোধ করেছে। ২০২১ সালের তুলনায় ৫ শতাংশ বেশি ঋণ পরিশোধ করা হয়েছে ২০২২ সালে।
বিশ্বব্যাংক বলছে, সুদের হার বাড়ায় দরিদ্র দেশগুলোর জন্য আসছে বছরগুলোতে আরও কঠিন হয়ে পড়বে ঋণ পরিশোধ করা। সব মিলিয়ে ২০২৩ আর ২০২৪ সালে আরও বাড়বে ঋণের পরিমাণ। মূলত রেকর্ড ঋণ আর উচ্চ সুদহারের কারণে অনেক দেশই পড়ে গেছে সংকটে।
বিশ্বব্যাংক বলছে, প্রতি প্রান্তিকে সুদের হার বাড়লে উন্নয়নশীল দেশগুলো ঋণ নিয়ে বিপাকে পড়ে, কঠিন হয়ে পড়ে স্বাস্থ্য, শিক্ষা আর অবকাঠামো খাতে ব্যয় করা। গেল তিন বছরে শ্রীলঙ্কা, ঘানা আর জাম্বিয়ার মতো অনেক দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত ২৮ টি দেশ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে ঋণ নিয়ে দরিদ্র দেশগুলো সুযোগ পাচ্ছে। এখন সুদের হার বাড়ায় সেই দেশগুলো পড়ে গেছে ঝুঁকির মুখে।
সুদের ঊর্ধ্বমুখী হার আর শক্তিশালী ডলারের কারণে ঋণ গ্রহীতা দেশগুলোর জন্য কঠিন আর ব্যয়বহুল হয়ে যাচ্ছে ঋণ পরিশোধ। সুদের হার স্থিতিশীল না থাকায় উন্নয়নশীল দেশগুলো ঋণ পরিশোধ নিয়ে পড়ে গেছে বিপাকে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ অনেক ব্যাংক উন্নয়নশীল দেশগুলোকে নানা সুবিধায় সহায়তা করে যাচ্ছে।