মূলত ফিশিং হলো অনলাইনে প্রতারণার একটি পদ্ধতি। এতে প্রতারকরা ভুয়া ই-মেইল, মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে মানুষের কাছ থেকে পাসওয়ার্ড, ব্যাংক বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
ওয়ানপাসওয়ার্ডের দাবি, ফিচারটি ফিশিং আক্রমণ অংশ হতে পারে—এমন কোনো অচেনা ওয়েবসাইট শনাক্ত করলে এখন থেকে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেবে।
নতুন এ ফিচারটি যেকোনো সন্দেহজনক ওয়েবসাইট শনাক্ত করবে এবং ব্যবহারকারী কোনো লিংকে ক্লিক করে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করলে, ওয়ানপাসওয়ার্ড–তাদের সংরক্ষিত লগইন তথ্যের ইউআরএলের সঙ্গে মিলছে না যাচাই করবে।
আরও পড়ুন:
যদি ইউআরএল না মেলে তখন ব্রাউজার এক্সটেনশনটি স্বয়ংক্রিয়ভাবে লগইন তথ্য পূরণ করবে না। একই সঙ্গে একটি সতর্কবার্তা দেখাবে, যেখানে জানানো হবে— ওয়েবসাইটটির ইউআরএল ওয়ানপাসওয়ার্ডে সংরক্ষিত কোনো লগইনের সঙ্গে মিল নেই।
যদিও ব্যবহারকারী চাইলে নিজে ইউজার নেম বা পাসওয়ার্ড হাতে কপি–পেস্ট করতে পারবেন, তবে এই সতর্কবার্তা সম্ভাব্য ফিশিং আক্রমণ সম্পর্কে ব্যবহারকারীদের তাৎক্ষণিক সচেতন করবে।
ফিচারটি আজ থেকেই ধাপে ধাপে চালু হচ্ছে। ব্যক্তিগত ও পারিবারিক অ্যাকাউন্টে এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে, ওয়ানপাসওয়ার্ডের ব্যবসায়িক অ্যাকাউন্টে অ্যাডমিনদের হাতে ফিচারটি চালু করতে হবে।




