মার্ক জাকারবার্গের পূর্বাভাস ভবিষ্যতে মেটার পরবর্তী ১০০ কোটি ব্যবহারকারীর অ্যাপ হওয়ার পথে রয়েছে থ্রেডস। যদিও সে লক্ষ্য অর্জনে থ্রেডস বেশ দূরে রয়েছে, তবে অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়চ্ছে।
চলতি বছরের প্রথম দিকে থ্রেডসে ব্যবহারকারীর সংখ্যা ২৭ কোটি ৫০ লাখ ছাড়ায়। অন্যদিকে, অ্যাপল জানিয়েছে শপিং অ্যাপ টেমুর পরে থ্রেডস ২০২৪ সালে দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিল।
এদিকে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শুরুর দিকে থ্রেডের জন্য প্রথম বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে থ্রেডস একমাত্র অ্যাপ নয় যা টুইটার বা এক্সের মতো মাইক্রোব্লগিং প্লাটফর্ম ছেড়ে যাওয়া ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
ব্লুস্কাই নামের মাইক্রোব্লগিং প্লাটফর্মও সম্প্রতি উল্লেখযোগ্য ব্যবহারকারী যোগ করতে সক্ষম হয়েছে। চলতি বছরের নভেম্বরে ব্লুস্কাইয়ের ব্যবহারকারীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
যদিও থ্রেডসের তুলনায় ব্লুস্কাই এখনো অনেক ছোট অবস্থানে রয়েছে। বর্তমানে প্লাটফর্মটির মোট ২ কোটি ৫০ লাখ ব্যবহারকারী রয়েছে।—এনগ্যাজেট