প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

থ্রেডসে কমিউনিটি নোটস ফিচার আনছে মেটা

নিজস্ব ফ্যাক্ট চেকিং প্রোগ্রামের পরিবর্তে থ্রেডসে ‘কমিউনিটি নোটস’ নামে নতুন একটি ফিচার আনতে পরীক্ষা শুরু করেছে মেটা। ফিচারটি থ্রেডস ব্যবহারকারীদের পোস্টে বেনামে নোট তৈরির সুযোগ দেবে।

ফিচারটি মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সের মতো নোট ব্যবহারের সুযোগ করে দেবে বলে জানা গেছে। যদি কোনো নোট সহায়ক হিসেবে রেট দেয়া হয় তবে পোস্টের নীচে উল্লেখ করা হবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থ্রেডস পোস্টের মেন্যুতে ‘কমিউনিটি নোটস’ অপশনের স্ক্রিনশট পোস্ট করেছেন ডেভেলপার আলেসান্দ্রো পালুজি। এছাড়া থ্রেডসে রাজনৈতিক কন্টেন্টের বিষয়েও কাজ করছে মেটা।

ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবে তাদের ফিডে কী পরিমাণ রাজনৈতিক পোস্ট দেখা যাবে। তবে এ পরিবর্তনগুলো ব্যবহারকারীদের জন্য অ্যাপটিকে কতটা ব্যবহার উপযোগী করবে তা সেটি এখনো স্পষ্ট নয়।

এএম