প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটের বিক্রি বাড়বে ৫০ শতাংশ

স্মার্টফোনের জন্য হাই-এন্ড প্রসেসর বাজারজাত করতে যাচ্ছে কোয়ালকম। সম্প্রতি চিপসেট বিক্রির বিষয়ে নতুন তথ্য দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও। চলতি বছর স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ বা স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটটির বিক্রি ৫০ শতাংশ বাড়তে পারে।

প্রযুক্তি খাতে মিং-চি ব্শে পরিচিত। তার তথ্যানুযায়ী, নতুন এ চিপসেটের বিক্রি আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন তিনি। তার তথ্যানুযায়ী, বছরের দ্বিতীয়ার্ধে চিপ বিক্রি ৯০ লাখ ইউনিট ছাড়াবে।

মিং-চি কুওর মতে বেশ কিছু কারণে বিক্রি বাড়বে। এর মধ্যে স্যামসাংসহ বেশ কিছু স্মার্টফোন উৎপাদনকারীর ক্রমবর্ধমান চাহিদা উল্লেখযোগ্য। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীনের ক্রমবর্ধমান স্মার্টফোন বাজার।

বিশ্লেষক মিং-চি জানান, গোল্ডেন উইক হলিডে মৌসুমে স্মার্টফোন বিক্রিতে চীনা কোম্পানিগুলো বেশ ভালো অবস্থানে ছিল। এসব কোম্পানি সম্মিলিতভাবে বাজারের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে রেখেছিল। সেই সঙ্গে আগের বছরের তুলনায় স্মার্টফোন বিক্রি বেড়েছে ২০ শতাংশ।

সামগ্রিকভাবে চলতি বছর চীনের বাজারে মোট ২৮ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হবে। ২০২৩ সালের তুলনায় যা ৩ শতাংশ বেশি। আগামী বছরও বিক্রিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। —গিজমোচায়না

এএইচ