ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের বরাতে এনগ্যাজেট প্রকাশিত খবরে বলা হয়, নতুন এক ধরনের প্যারেন্টাল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সন্তান ও তার বন্ধুরা কত সময় অনলাইনে বা গেম খেলায় ব্যয় করছে সেটি দেখার পাশাপাশি নিয়ন্ত্রণের সুবিধা থাকবে অভিভাবকদের হাতে।
অন্যদিকে ১৩ বছরের কম বয়সীদের কিছু ফিচার ব্যবহার থেকে বিরত রাখতে নতুন প্যারেন্ট পারমিশন নিয়েও কাজ করছে। এছাড়াও ৯ বা তার কম বয়সীরা গেমের কিছু ফিচার ব্যবহার করতে পারবে না। আগামী মাস থেকে এসব বিষয় কার্যকর হবে বলে জানা গেছে।
কিশোর গেমারদের নিরাপত্তার বিষয়টি থেকে রবলক্সের জন্য বড় সমস্যার কারণ। ২০২২ ক্ষুদ্রনৃগোষ্ঠীর তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে রবলক্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চ রবলক্সের অবৈধ লেনদেন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।
ব্লুমবার্গ বিজনেসউইকের এক গবেষণার তথ্যানুযায়ী, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই ডজনের বেশি লোককে আটক করেছে। তাদের বিরুদ্ধে রবলক্সে পরিচিত হওয়ার পর শিশু অপহরণের অভিযোগ রয়েছে।