চলতি সপ্তাহে বেডরক এডিশনের জন্য প্রকাশিত প্যাচ নোটেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে। আগামী বছরের মার্চে দেয়া আপডেটের পর এ গেমে আর ভার্চুয়াল বা মিক্সড রিয়ালিটি ডিভাইস ব্যবহার করা যাবে না। তবে গেমে এখন পর্যন্ত যা তৈরি করা হয়েছে তার সবই থাকবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে কম্পিউটারের মনিটরের মতো সাধারণ ডিভাইস ব্যবহার করতে হবে।
গেমার ও বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের গেম খেলার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা না থাকা খুবই কষ্টকর হবে। সে সঙ্গে এ উদ্যোগের কারণে ভার্চুয়াল বা মিক্সড রিয়ালিটি প্লাটফর্মে এ ধরনের আকর্ষণীয় গেম না থাকাও শূন্যতা তৈরি করবে।
তবে গেমারদের জন্য আশার খবরও রয়েছে। প্লেস্টেশন ফাইভের জন্য মাইনক্রাফটের নেটিভ এডিশন চালু করা হবে বলে কমিউনিটি সূত্রে জানা গেছে। সে হিসেবে গেমটি খেলার সময় গেমাররা ফোরকে রেজল্যুশনের পাশাপাশি প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম সুবিধা পাবে।
যেসব ব্যবহারকারীর কাছে পিএসফোর এর মাইনক্রাফট রয়েছে তারা প্লেস্টেশন ফাইভে বিনামূল্যে আপডেট ক্লেম করতে পারবে বলেও কোম্পানি সূত্রে জানা গেছে।