যেসব কোম্পানি ব্যক্তি টেলিগ্রামে নিজেদের এরই মধ্যে ভেরিফাই করেছে তারা যেন অন্যদের সুযোগ করে দিতে পারে সেজন্য এ ফিচারটি চালু করা হয়েছে। পোস্টে টেলিগ্রাম জানায়, স্ক্যাম ও ভুল তথ্যের প্রচার বন্ধে নতুন ভেরিফিকেশন পদ্ধতি সহায়তা করবে।
ব্লগপোস্টে দেয়া পোস্টে আরো জানানো হয়, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের কর্মী বা অন্য কাউকে ভেরিফাই করতে চায় তাদের টেলিগ্রাম থেকে অনুমোদিত অফিশিয়াল বট থাকতে হবে।
এটি থাকলে তারা থার্ড পার্টি ভেরিফায়ার হওয়ার জন্য টেলিগ্রামে আবেদন করতে পারবে। এছাড়াও যেসব অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে সেগুলোর পাশে আলাদা আইকন থাকতে হবে। টেলিগ্রাম জানায়, এভাবে যেসব অ্যাকাউন্ট ভেরিফাইড হবে তাদের নামের পাশে লোগো ও বিস্তারিত থাকবে।