আইফোন তৈরির জন্য তাইওয়ানের চুক্তিভিত্তিক উৎপাদনকারী ফক্সকনের সঙ্গে কাজ করে অ্যাপল। বর্তমানে চীনের একটি কারখানায় বড় পরিসরে কর্মী নিয়োগ দেয়া শুরু করেছে কোম্পানিটি।
এর মাধ্যমে দেশটিতে কোম্পানির ফিরে আসার বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এছাড়াও চীনের ঝেংঝুতে ১০০ কোটি ইউয়ান বা ১৪ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে।
চীনে নতুন করে ফক্সকনের কার্যক্রম শুরুর বিষয়টি দুর্ঘটনাবশত নয়। এর সঙ্গে বেশ কিছু বিষয় জড়িত রয়েছে। যার মধ্যে দক্ষ কর্মী, উন্নত সরবরাহ চেইন ও সার্বিক অবকাঠামোর বিষয় সম্পর্কিত। এগুলো কোম্পানির উৎপাদন হার বাড়াবে।
ভারতে ও ভিয়েতনামে ডিভাইস তৈরির জন্য এখনো চীন থেকে যন্ত্রাংশ আমদানি করে থাকে অ্যাপল। পণ্য পরিবহনের ব্যয়ের কারণে আইফোন তৈরিতেও খরচ বাড়ছে। এছাড়াও চীনের তুলনায় ভারত ও ভিয়েতনামের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো বেশ দুর্বল। যে কারণে প্রায় সময় কারখানাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে।