এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারী চাইলে যেকোনো জায়গা থেকে গ্রুপ চ্যাট শুরু করতে পারবে। ইনবক্স থেকে চ্যাট বাটনে ক্লিক করার পর মোর অপশন আসবে। উপরের লিস্টে থাকা ব্যক্তিদের নামের তালিকা দেখা যাবে। সেখান থেকে গ্রুপে কারা থাকবে তাদের নির্বাচন করা যাবে।
গ্রুপ চ্যাট শুরুর আরেকটি উপায় হচ্ছে নির্ধারিত ব্যক্তিদের সঙ্গে কোনো পোস্ট শেয়ার করা। যেমন কোনো ভিডিওর বিষয়ে কথা বলতে চাইলে নির্ধারিত ব্যক্তিদের কাছে সেটি পাঠানো যাবে। এরপর সেই ব্যক্তিকে নিয়ে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে।
ব্যবহারকারী এরপর সেখানে তার পছন্দের ব্যক্তিদের যুক্ত করতে পারবে। সেখানে চাইলে মেসেজও যুক্ত করা যাবে। এরপর সেখানে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে।
এছাড়াও ব্যবহারকারীর ইনবক্সে আসা যেকোনোগ গ্রুপ চ্যাট গ্রহণ করার সুবিধাও রয়েছে। তবে মিউচুয়ালি যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদেরকেই গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
ডিরেক্ট ম্যাসেজের মতো ১৩ ও ১৫ বছরের ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট ব্যবহারের সুবিধা দেয়া হয়নি। অন্যদিকে ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের তালিকায় কেউ মিউচুয়াল থাকলেই শুধু চ্যাটে যুক্ত হওয়া যাবে। তাদের কেউ গ্রুপ চালু করলে ব্যবহারকারী ম্যানুয়ালি তা দেখতে পারবে ও সেগুলো গ্রহণ করতে পারবে।