অন্য প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১৬ সিরিজে সব ধরনের ফিচার আপডেট থাকবে না। যে কারণে ব্যবহারকারীদের ১৭ সিরিজের জন্য অপেক্ষা করতে হবে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান প্রথম এয়ার স্মার্টফোন বাজারজাতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সামনের বছর অ্যাপল আল্ট্রা থিন আইফোন ১৭ মডেল আনতে পারে, যেটি এয়ার নামে বাজারে আসবে।
প্রযুক্তিবিদদের মতে, এটির আইফোন ১৭ ও ১৭ প্রো মাঝামাঝি একটি ভার্সন হতে পারে। গুরম্যানের প্রত্যাশা আল্ট্রা মডেলটি আইফোন ১২/১৩/১৪/১৫/১৬ প্লাস ভার্সনের তুলনায় বেশি জনপ্রিয়তা পাবে।
আইফোন ১৭ সিরিজের এয়ার মডেলের পাশাপাশি আরো কিছু আইফোন মডেলের বিষয়ে আলোচনা করেছেন। তার মতে অ্যাপল হয়তো প্রো মডেলের কিছু স্মার্টফোনের ফিচার কমদামি ভার্সনে যুক্ত করবে। তবে ২০২৭ সালের আগে এ সফলতা অর্জন সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।
গুরম্যান জানান, আইফোন ১৭ সিরিজের আল্ট্রা মডেলও থাকতে পারে। তার মতে স্লিম মডেলের তুলনায় আল্ট্রা মডেল গ্রাহক আকৃষ্টে সক্ষম হবে।
আরেক প্রযুক্তি বিশারদ মিং চি কুওর তথ্যানুযায়ী, আইফোন ১৭ স্লিম ভার্সনে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। যার রেজোলিউশন হতে পারে ২৭৪০*১২৬০ পিক্সেল।
প্রযুক্তিবিদদের মতে লাইট ও স্লিম ভার্সনের স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতা ও পারফরমেন্স কম থাকে। তবে এদিক থেকে উন্নত ব্যাটারি লাইফ ও পারফরম্যান্সের কারণে আইফোন ১৭ স্লিম মডেলটি বেশ গ্রহণযোগ্যতা পাবে।