প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

কাস্টম এআই ক্যারেক্টার তৈরির সুযোগ দিচ্ছে মেটা

ব্যবহারকারীদের জন্য শিগগিরই এআই স্টুডিও চালু করবে মেটা প্লাটফর্ম। আর এর মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিগত এআই চ্যাটবট তৈরি, শেয়ার করা ও ডিজাইন করা যাবে।

কোম্পানির তথ্যানুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) স্টুডিওর মাধ্যমে ব্যবহাকারীরা আলাদা ক্যারেক্টার বা চরিত্র তৈরি করতে পারবে। ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এসব এআই ক্যারেক্টার তাদের চ্যানেলে বা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে।

এর মাধ্যমে অনুসারীদের মেসেজ ও স্টোরির রিপ্লাই দেয়া যাবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা বিভিন্ন প্লাটফর্মে এআই ক্যারেক্টার শেয়ার করতে পারবে।

মেটার এলএলএএমএ ৩.১ এর ওপর ভিত্তি করে নতুন টুলটি তৈরি করা হয়েছে। গত সপ্তাহেই এআই নির্ভর ল্যাঙ্গুয়েজ মডেলটির সবচেয়ে বড় ভার্সন উন্মোচন করা হয়েছে। এতে একাধিক ভাষা ব্যবহারের সুবিধা রয়েছে এবং সংশ্লিষ্টদের প্রত্যাশা এটি ওপেন এআইয়ের পেইড মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

অন্যদিকে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই বর্তমানে স্ট্রবেরি নামের নতুন প্রকল্পে কাজ করছে। তবে এ বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। প্রযুক্তিবিদদের মতে, ব্যবহারকারীর পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়াতেই নতুন প্রকল্প নিয়ে কাজ করছে কোম্পানিটি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর