প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

দরজা খোলা থাকলে সতর্ক করবে গুগল নেস্ট

স্মার্ট হোম নেস্ট প্লাটফর্মে পরিবর্তন আনছে গুগল। এতে নতুন একটি ফিচারও যুক্ত করা হচ্ছে। কোম্পানির তথ্যানুযায়ী, প্রাথমিক পরিবর্তনের অংশ হিসেবে গ্যারেজ ডোর ডিটেকশন ফিচারটি পাবলিক প্রিভিউ প্রোগ্রাম থেকে সরিয়ে নেস্ট ক্যাম ব্যবহারকারীর ডিভাইসে চালু করা হবে।

গুগল হোম অ্যাপের মাধ্যমে এটি চালু করা হবে। এছাড়াও বাড়িতে থাকা গ্যারেজের দরজা খোলা থাকলে সে বিষয়ে জানাবে নেস্ট ক্যামেরা। এজন্য আলাদা কোনো সেন্সর, হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রয়োজন হবে না।

গুগলের নেস্ট হেল্প সাপোর্ট পেজের তথ্যানুযায়ী, শুধু নেস্ট ক্যামেরা থাকলেই সুবিধা পাওয়া যাবে না। এর জন্য কিছু বিষয় দেখতে হবে। বিশেষ করে নেস্ট ক্যামেরা ঘরের ভেতরে বা বাইরে এমন জায়গায় বসাতে হবে যেখান থেকে ভালোভাবে দরজা দেখা যাবে।

বাড়ির ভেতরে ক্যামেরা বসানো হলে যেকোনো আলোর উৎস থেকে ১০ ফিট দূরে বসাতে হবে। বাইরে বসানো হলে লেন্স যেন দরজার ৩০ শতাংশ অংশ কভার করে সেটি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে খুব উঁচুতে নেস্ট ক্যামেরা বসানো যাবে না। গ্যারেজের দরজা যদি পাঁচ মিনিটের বেশি সময় খোলা থাকে তাহলে ব্যবহারকারীর স্মার্টফোনে নোটিফিকেশন চলে যাবে।

কোম্পানির বিবৃতি অনুযায়ী, ফিচারটি ব্যবহার উপযোগী ডিভাইস না থাকলে এ সুবিধা পাওয়া যাবে না। গুগল নেস্ট কমিউনিটি ব্লগে উপযোগী ডিভাইসের তালিকা পাওয়া যাবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটি তালিকায় দ্বিতীয় প্রজন্মের এবং ব্যাটারিচালিত নেস্ট ক্যাম যুক্ত করেছে। যেহেতু এখনো ফিচারটি পুরোপুরি চালু হয়নি, তাই যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের নেস্ট অ্যাওয়ারের সাবস্ক্রিপশন নিতে হবে।– টেকরাডার

এই সম্পর্কিত অন্যান্য খবর