বাজেট আইফোন ও আইপ্যাড এমনকি চতুর্থ প্রজন্মের আইফোন এসইতেও অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। এসব ডিভাইসে ব্যবহৃত হতে যাওয়া এ১৮ বায়োনিক চিপের কল্যাণে ডিভাইসগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা।
নাইনটুফাইভম্যাকের তথ্যানুযায়ী, এর মাধ্যমে ভবিষ্যতে অ্যাপল ইন্টেলিজেন্সের পরিধি বা ব্যবহারযোগ্যতার বিষয়ে জানা যাবে। তবে প্রযুক্তিবিদরা বলছেন, এন্ট্রি লেভেলের ডিভাইসে এ সুবিধা চালু হলেও, নতুন চিপসেটসহ বাজারে না আসলে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে না।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপলের এ১৮ বায়োনিক চিপসেটটি আইফোন ১৬ সিরিজ, চতুর্থ প্রজন্মের এসই, আইপ্যাড ক্লাসিক এবং মিনি ৭ এ ব্যবহার করা হতে পারে। সে হিসেবে সংশ্লিষ্টদের অভিমত, এসব ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি। কেননা অনেকেই মনে করছেন এসই ৪ ডিভাইসে এ১৬ চিপসেট ব্যবহার করতে পারে। আর এ চিপসেটে এআই ফিচার নেই।