প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

এলপিডিডিআরফাইভএক্স র‌্যামের প্রথম চিপসেট হবে ডাইমেনসিটি ৯৪০০

এপ্রিলের দিকে প্রতি সেকেন্ডে ১০ দশমিক ৭ গিগাবাইট গতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম র‌্যাম উন্মোচন করে স্যামসাং। এবার মিডিয়াটেকের সঙ্গে এ সক্ষমতাযুক্ত নতুন চিপ বাজারজাতের কাজ শেষ করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। গিজমোচায়না্য় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিডিয়াটেকের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ১৬ গিগাবাইট এলপিডিডিআরফাইভএক্স র‌্যাম যুক্ত করেছে স্যামসাং। মূলত মেমোরির গতি পরীক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। স্যামসাংয়ের তথ্যানুযায়ী, গতি পরীক্ষায় তিন মাস সময় লেগেছে।

মিডিয়াটেকের পক্ষ থেকে এখনো নতুন এ চিপসেটের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তিবিদরা নিশ্চিত করেছেন ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটেই প্রথম স্যামসাংয়ের উন্নত র‌্যাম প্রযুক্তি ব্যবহার করা হবে। কোম্পানি জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে চিপসেটটি উন্মোচন করা হতে পারে।

স্যামসাংয়ে নতুন এলপিডিডিআরফাইভএক্স মেমোরি ২৫ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে এবং বেশি পারফরমেন্স দিয়ে থাকে। এছাড়াও ভয়েস টু টেক্সট এর মতো এআইনির্ভর কাজ সম্পাদনেও এটি সহায়তা করবে। স্মার্টফোনের বাইরেও এ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে গাড়ি উৎপাদন খাতে সেলফ ড্রাইভিং প্রযুক্তির ব্যবহার ও বিকাশে এটি ব্যবহার করা হতে পারে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর