ফিচারটি হলো অ্যাপে থাকা ফেভারিটসে পছন্দের ব্যক্তিদের যুক্ত করা। ফলে দ্রুত সময়ের মধ্যে ব্যবহারকারীরা যেকোনো ব্যক্তি বা গ্রুপে কথোপকথন চালাতে পারবে।
বিবৃতিতে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম জানায়, যদি কোনো ব্যবহারকারী পরিবারের কোনো সদস্য বা প্রিয় বন্ধুর সঙ্গে দ্রুত কথা বলতে চায় বা খুঁজে পেতে চায় তাহলে ফেভারিটস থেকে তাদের নির্বাচন করতে পারবে। চ্যাট ও কল লিস্ট দুই ক্ষেত্রেই এটি কাজ করবে। এর পরিপ্রেক্ষিতে কাউকে খুঁজে বের করার জন্য কন্টাক্ট লিস্টে বেশি সময় নষ্ট করতে হবে না।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফেভারিটসে যে কাউকে যুক্ত করা সহজ। এজন্য চ্যাট লিস্ট থেকে ফেভারিটস অপশনে প্রবেশ করে যাকে বা যে গ্রুপকে যুক্ত করা প্রয়োজন সেগুলো নির্বাচন করতে হবে । অডিও কলে যাদের সঙ্গে কথা হয়েছে সেখান থেকেও ফেভারিট নির্বাচন করে তালিকায় যুক্ত করা যাবে।
সবার জন্য ফেভারিটস ফিচারটি চালু করা হচ্ছে। ফলে অঞ্চলভেদে এটি পৌঁছাতে সময় লাগবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিদদের মতে, নতুন এ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়নে প্লাটফর্মের সচেতনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে।-গিজচায়না