ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, দ্রুত সময়ের মধ্যে ভয়েস মেসেজের উত্তর দেয়ার জন্য ফিচারটি চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড বেটার ২.২৪.২৬.৬ ভার্সনে ফিচারটি সম্পর্কে জানা গেছে। এর মাধ্যমে ভয়েস মেসেজ শোনার সময় একইসাথে ভয়েস রেকর্ড করে পাঠানো যাবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ভয়েস মেসেজের পাশে নতুন একটি বাটন দেখা যাবে। এর ফলে মেসেজে উত্তর দেয়ার জন্য আলাদা করে রিপ্লাই বাটন চাপা লাগবে। এর মাধ্যমে কথোপকথন আরো সহজ ও দ্রুত হবে।
বর্তমানে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী ফিচারটি পরীক্ষা করতে পারবে। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ফিচারটি সবার জন্য চালু করা হবে। তবে এ বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয় নি।
এটি ছাড়াও নোটিফিকেশনের উন্নয়নেও কাজ করছে প্লাটফর্মটি। কোম্পানির তথ্যানুযায়ী, নোটিফিকেশনে নতুন সিস্টেম চালু হলে কোনো মেসেজ দেখা বাদ পড়বে না। লিস্টে কার সঙ্গে বেশি কথা হয় সেটি নতুন অ্যালগরিদমের মাধ্যমে শনাক্ত করবে এ সিস্টেম।