এক মাসে আগে যুক্তরাষ্ট্রে কোম্পানির সফটওয়্যার বিক্রি ও পরিষেবা বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এর পর থেকে দেশটিতে নতুন করে কোনো সফটওয়্যার বিক্রি করেনি ক্যাসপারস্কি ল্যাবস। এমনকি ওয়েবসাইটেও নতুন কোনো গ্রাহকের ক্রয়াদেশ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব গিনা রাইমন্ডো যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি নির্মিত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বিক্রি বন্ধের ঘোষণা দেন। এর কারণ হিসেবে কোম্পানির ওপর রাশিয়ার প্রভাব ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিকে উল্লেখ করা হয়।
অন্যদিকে গত জুনে ক্যাসপারস্কির চিফ বিজনেস ডেভেলপমেন্টে অফিসার, চিফ অপারেটিং অফিসার, লিগ্যাল অফিসার ও করপোরেট কমিউনিকেশন চিফ পদে থাকা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নতুন বিধিনিষেধের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কির সফটওয়্যার বিক্রি, ডাউনলোড, আপডেট থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ থাকবে। —রয়টার্স