প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বেতন-সুবিধা বাড়ানোর দাবিতে বিক্ষোভে স্যামস্যাংয়ের শ্রমিকরা

বেতন আর সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামস্যাং ইলেক্ট্রনিক্সের শ্রমিক ইউনিয়নের ৩০ হাজার সদস্য বিক্ষোভের ডাক দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় কর্মরত স্যামসাং ইলেক্ট্রনিক্সের মোট কর্মীর বেশিরভাগই অংশ নিয়েছেন বিক্ষোভে। সোমবার (৮ জুলাই) শুরু হওয়া এ বিক্ষোভ চলছে আজ (বুধবার, ১০ জুলাই) পর্যন্ত।

ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জানান, এ কারণে চিপ উৎপাদন ব্যাহত হচ্ছে। মূলত বেতনসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়াতে এই বিক্ষোভের ডাক দিয়েছেন শ্রমিকরা। এই বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক আছে উৎপাদন কার্যক্রম। শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবে বলেও জানায় কর্তৃপক্ষ।

তবে ইউনিয়ন জানায়, স্যামসাং কর্তৃপক্ষের আলোচনার কোনো আগ্রহ নেই। বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ, স্মার্টফোন আর টেলিভিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স।

এসএস