প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বাজারে নতুন স্মার্টফোন সিরিজ আনছে পোকো

স্মার্টফোন নির্মাতা কোম্পানি পোকো ( Poco) শীঘ্রই তাদের গ্রাহকদের জন্য নতুন স্মার্টফোন সিরিজ পোকো এফ৬ বাজারে আনতে যাচ্ছে। পোকো এফ৬  সিরিজের স্মার্টফোন কম দামে বিভিন্ন ফিচার পাবেন গ্রাহকরা। তবে এখনো নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে জানা যায়নি কবে নাগাদ নতুন এই সিরিজের স্মার্টফোন বাজারে আসবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে কিছুদিনের মধ্যে বাজারে আসতে পারে এই সিরিজের ফোন।

বেশ কয়েকদিন ধরে চীনা প্রযুক্তি কোম্পানির পোকো এফ৬ সিরিজ নিয়ে গুঞ্জন চলছে। বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে তথ্যও প্রকাশিত হয়েছে এই সিরিজের ফোনের।

পোকো এফ৬ সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে যার মধ্যে থাকতে পারে পোকো এফ৬ এবং পোকো এফ৬ প্রো।

মিড রেঞ্জের বাজেটের মধ্যে একটি নতুন ফোন সেরা ফোন হতে পারে পোকো এফ৬। পোকো এর এই সিরিজে ব্যবহারকারীরা কম দামে বিভিন্ন ফিচার পেতে চলেছেন। পোকো এফ৬ প্রোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর রাখা হয়েছে।

৬.৫ ইঞ্চি বড় ডিসপ্লে দিতে পারে ভিডিও দেখার নতুন অভিজ্ঞতা। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকতে পারে। ১৬ জিবি র‌্যামের সঙ্গে ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

ইএ