প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ফেসবুক, হোয়াটসঅ্যাপে আবারও বিভ্রাট

বিশ্বের কয়েকটি দেশে আবারও বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে। কয়েক হাজার গ্রাহক সমস্যার কথা জানিয়ে অভিযোগ করেছেন। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে যুক্তরাজ্য থেকে।

বাংলাদেশ সময় রাত ১টার দিকে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে এসব যোগাযোগ মাধ্যমের পরিষেবা।

ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন। এছাড়া ভারতের ২০ হাজারের বেশি, যুক্তরাজ্যের প্রায় ৪৬ হাজার এবং ব্রাজিলের ৪২ হাজারের বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার নিয়ে অভিযোগ জানিয়েছেন।

গত মাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বব্যাপী ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট ছিল প্রায় দুই ঘণ্টা। এদিকে, যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। অ্যাপ স্টোর, অ্যাপল টিভি প্লাস ও মিউজিকসহ একাধিক পরিষেবা পেতে বিভ্রাটের মুখে পড়েন ব্যবহারকারীরা।

এসএস