প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ায় মেটার নিউজ ট্যাব সরানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ফেসবুক প্লাটফর্মে নিউজ ট্যাব ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এর আগে গতবছর জনপ্রিয় ফিচারগুলোকে অগ্রাধিকার দেয়ার জন্য যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে ফেসবুক নিউজ ট্যাব বন্ধ করেছিল।

যুক্তরাষ্ট্রে ও অস্ট্রেলিয়ায় ফেসবুক নিউজ ফিচারের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় মালিকানা প্রতিষ্ঠান মেটা এ সিদ্ধান্ত নিয়েছে। গতবছরের তুলনায় এর ব্যবহার ৮০ শতাংশ কমেছে। মেটা মূলত শর্ট ফর্মের ভিডিও কনটেন্টে তাদের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিউজ কনটেন্ট দেখার পরিবর্তে বেশির ভাগ ব্যবহারকারী অন্যদের সঙ্গে যুক্ত হতে ফেসবুক ব্যবহার করে। মেটার হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ব্যবহারকারীরা ফেসবুক ফিডে যা দেখে থাকে তার ৩ শতাংশেরও কম সংবাদ কনটেন্ট।

নিউজ ট্যাব ফিচারটি সরানোর ফলে ফেসবুকে সংবাদ আর্টিকেল উপস্থাপনের পদ্ধতিতে আগামীতে পরিবর্তন আসবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। তবে ব্যবহারকারীরা এখনো প্লাটফর্মে আগে শেয়ার করা নিউজ লিংকগুলো অ্যাকসেস করতে পারবেন।

এছাড়া সংবাদমাধ্যমগুলো চাইলে এখনো তাদের নিউজ আর্টিকেলের লিংক ফেসবুকে শেয়ার করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুক রিলসহ অন্যান্য বিজ্ঞাপন টুল ব্যবহার করতে পারবে।

আরেক বিবৃতিতে মেটা জানিয়েছে, নির্দিষ্ট দেশগুলোয় ফেসবুক নিউজ ট্যাব বন্ধ করায় সংবাদ প্রকাশকদের সঙ্গে তাদের বিদ্যমান চুক্তিতে কোন প্রভাব পড়বে না। তবে মেটা ভবিষ্যতে এসব অঞ্চলে সংবাদ কনটেন্টের জন্য নতুন কোন বাণিজ্যিক চুক্তিতে প্রবেশ করা থেকে নিজেদের বিরত রাখবে বলে জানিয়েছে।