প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

জাপানে এইচ-থ্রি রকেটের সফল উৎক্ষেপণ

গত বছর ব্যর্থ হওয়ার পর এবার সফলভাবে নতুন প্রজন্মের এইচ-থ্রি রকেট উৎক্ষেপণ করেছে জাপান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় ৯টা ২২ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

একটি ডামি স্যাটেলাইট ও দু'টি মাইক্রো স্যাটেলাইট বহন করে সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে রকেটটি। মাইক্রো স্যাটেলাইটগুলো দুর্যোগ প্রতিরোধের প্রচেষ্টায় সহায়তা করবে। সেইসঙ্গে দুই দশকের পুরনো এইচ-টু রকেটকে প্রতিস্থাপন করবে পরবর্তী প্রজন্মের রকেট এইচ-থ্রি।

৬৩ মিটার দৈর্ঘের রকেটটি মহাকাশে সাড়ে ৬ টন ওজন বহন করতে সক্ষম। সহজ কাঠামো ও সয়ংক্রিয় প্রযুক্তির কারণে প্রতি উৎক্ষেপণে খরচ আগের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

২০৩০ সালের মধ্যে এইচ-থ্রি রকেট ব্যবহার করে প্রায় ২০টি উপগ্রহ ও তথ্য সংগ্রহের ডিভাইস পাঠানোর পরিকল্পনা করছে জাপান সরকার। এছাড়া, চন্দ্রাভিযান কর্মসূচির জন্য কার্গো মহাকাশযানও সরবরাহ করবে এটি।

এসএস