প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক ম্যাসেঞ্জারও হবে নিরাপদ!

শাহনুর শাকিব

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও ফেইসবুকের সব ধরনের কলের জন্য নিরাপত্তা বাড়াতে কাজ শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান মেটা।

নিরাপত্তা বাড়াতে মেটা ফেসবুক ও ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করেছে। আপাতত প্রক্রিয়াটি অল্প পরিসরে চালু হয়েছে। তবে তা সব মেসেঞ্জারে হালনাগাদ হতে আরও কিছুদিন সময় লাগবে।

প্রেরক ও প্রাপক উভয়ই মেসেজ পড়তে পারলেও আগে তা চুরি বা হ্যাক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মেটার পরিকল্পনা অনুসারে যদি এন্ড টু এন্ড এনক্রিপ্টেট করা হয় তবে তথ্য থাকবে ঝুঁকিমুক্ত। থাকবে না হ্যাক হওয়ার ভয়।

মেটা থেকে পরিচালিত আরও একটি যোগাযোগ মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে শুরু করতে যাওয়া এ প্রক্রিয়াটি আগে থেকেই ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপের তথ্য সুরক্ষা করতে। এর ফলে ব্যবহাকারীর তথ্য নিরাপদ থাকে। হ্যাকার, প্রতারক ও অপরাধীরা কোন তথ্য চুরি করতে পারে না।

ফেসবুকের তথ্য নিরাপদ থাকবে জেনে সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে তখনই এন্ড টু এন্ড এনক্রিপ্ট করার বিষয়ে বিরোধ দেখা দিয়েছে প্রতিষ্ঠান মেটা ও সরকারের মধ্যে।

গেলো সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার নির্মাতা প্রতিষ্ঠান মেটাকে অনুরোধ করেছিল যেন শিশুদের যৌন যৌন নিপীড়ন থেকে রক্ষা করার বিষয়টি নিশ্চিত না করে ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতি চালু না করা হয়।

সে বিষয়টি নিশ্চিত না করেই মেটার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।

এসএস