স্মার্টফোনের নোটিফিকেশন কমাতে আসছে ক্লিকস কমিউনিকেটর

নতুন ক্লিকস কমিউনিকেটর
নতুন ক্লিকস কমিউনিকেটর | ছবি: ক্লিকস টেকনোলজি
0

স্মার্টফোন অতিরিক্ত সময় কাটানো ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমাতে নতুন এক ডিভাইস এনেছে ক্লিকস টেকনোলজি। ব্ল্যাকবেরি ধাঁচের এ ডিভাইসটির নাম ‘ক্লিকস কমিউনিকেটর’। যদিও এটি স্মার্টফোনের কোনো বিকল্প নয়, বরং কী-বোর্ড অ্যাক্সেসরিজসহ স্মার্ট কমিউনিকেটর ডিভাইস। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬–এ ডিভাইসটি প্রদর্শনের করা রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে স্মার্টফোনে ই-মেইল বা মেসেজ টাইপিং করা সময় বিভিন্ন অ্যাপ থেকে আসা নোটিফিকেশনে প্রায়ই বিরক্তির হন ব্যবহারকারীরা, কিন্তু নতুন এ কমিউনিকেটর ব্যবহারকারীদের লেখার সময় ফোকাস বাড়ানোর পাশাপাশি টাইপিং অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে দাবি করেছে ডিভাইসটি প্যারেন্ট কোম্পানি ক্লিকস টেকনোলজিস। 

আরও পড়ুন:

ডিভাইসটিতে প্রচলিত স্মার্টফোন ফিচারের পাশপাশি থাকবে ফিজিক্যাল কী-বোর্ড, যার মাধ্যমে ই–মেইল ও মেসেজিং করা আরও সহজ হবে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড সিক্সটিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে টাচ-সেনসেটিভ ফিজিক্যাল কিবোর্ড, ভয়েস রেকর্ডিং, ৩ দশমিক ৫ মিলিমিটার ইয়ার ফোনজ্যাক, এয়ারপ্লেন মোড সুইচ, মাইক্রোএসডি সাপোর্ট এবং সিম ও ই-সিম ব্যবহারের সুবিধা।

ডিভাইসটির ওজন ১৭০ গ্রাম এবং মূল্য নির্ধারণ  করা হয়েছে ৪৯৯ ডলার। ইতোমধ্যে  ‘ক্লিকস কমিউনিকেটর’ -০ এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

এএম