স্মার্টফোনের নোটিফিকেশন কমাতে আসছে ক্লিকস কমিউনিকেটর
স্মার্টফোন অতিরিক্ত সময় কাটানো ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমাতে নতুন এক ডিভাইস এনেছে ক্লিকস টেকনোলজি। ব্ল্যাকবেরি ধাঁচের এ ডিভাইসটির নাম ‘ক্লিকস কমিউনিকেটর’। যদিও এটি স্মার্টফোনের কোনো বিকল্প নয়, বরং কী-বোর্ড অ্যাক্সেসরিজসহ স্মার্ট কমিউনিকেটর ডিভাইস। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬–এ ডিভাইসটি প্রদর্শনের করা রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।