প্লেস্টেশন ভিআরটু কন্ট্রোলারেও কাজ করবে অ্যাপল ভিশন প্রো
অ্যাপল ভিশন প্রোতে প্লেস্টেশন ভিআরটু কন্ট্রোলারের সাপোর্ট চালু করতে নীরবে কাজ করছে অ্যাপল ও সনি। এ বিষয়ে পাওয়ার অন নিউজলেটারে জানিয়েছিলেন মার্ক গুরম্যান। তার তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুর দিকে দুটি প্রতিষ্ঠান একত্রে কাজ করা শুরু করে।