ব্যান্ড ৮ এ ১ দশমিক ৪৭ ইঞ্চির অ্যামোলেড ২.৫ডি টাচ ডিসপ্লে দেয়া হয়েছে। এর রেজুলেশন ১৯৪*৩৬৮ পিক্সেল এবং ডেনসিটি ২৮২ পিপিআই। ব্যবহারকারীরা চাইলে তাদের পোশাকের সঙ্গে মিলিয়ে ডায়াল মিলাতে পারবে। এছাড়াও এতে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার দেওয়া হয়েছে।
স্মার্ট ব্যান্ডে হার্ট ট্র্যাকিং, ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিংসহ বিভিন্ন ফিচার রয়েছে। হার্ট রেট মনিটরিংয়ের জন্য ব্যান্ড ৮ এ হুয়াওয়ে ট্রুসিন ৫.০ প্রযুক্তি, স্লিপ মনিটরিংয়ের জন্য হুয়াওয়ে ট্রুস্লিপ ৩.০ এবং স্ট্রেস ট্র্যাকিংয়ের জন্য ট্রুরিল্যাক্স ব্যবহার করা হয়েছে।
ব্যান্ড ৮ এ ১০০ এর বেশি ওয়ার্কআউট মোড রয়েছে। এর মধ্যে রানিং, সাইক্লিং, রোপ স্কিপিংসহ ১১টির বেশি প্রফেশনাল মোড রয়েছে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০ ভার্সন রয়েছে। অ্যান্ড্রয়েড ৬ ও আইওএস ৯ ভার্সনের সঙ্গে স্মার্টব্যান্ডটি কাজ করবে। এছাড়াও ব্যান্ডটিতে মিউজিক কন্ট্রোল, রিমোট ক্যামেরা, কুইক মেসেজ ও কল অ্যালার্ট রয়েছে।
কোম্পানির দাবি একবারের চার্জে স্মার্টব্যান্ডটি ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আগের ভার্সনগুলোর তুলনায় এ ব্যান্ডটি ৩০ শতাংশ দ্রুত চার্জ হবে বলেও জানানো হয়েছে। বাজারে মিডনাইট ব্ল্যাক ও শাকুরা পিংক এ দুই রঙে হুয়াওয়ে ব্যান্ড ৮ পাওয়া যাবে। ফ্লিপকার্টে এর দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ রুপি। —গিজমোচায়না