সাশ্রয়ী দামে টেসলার আরও দুই গাড়ি উন্মোচন

টেসলার সাশ্রয়ী দামের গাড়ি
টেসলার সাশ্রয়ী দামের গাড়ি | ছবি: সংগৃহীত
0

সর্বাধিক বিক্রিত দুটি গাড়ির সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে টেসলা। মডেল দুটি হলো ‘ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’। গাড়ি দুইটির স্টারটিং প্রাইস যথাক্রমে ৩৯ হাজার ৯৯০ ডলার ও ৩৬ হাজার ৯৯০ ডলার। অনেকেই বলেছেন, ইলেক্ট্রিক ভেহিকেল ব্র্যান্ডের প্রতি নতুন শ্রেণির ক্রেতাদের আকৃষ্ট করার জন্য স্টারটিং প্রাইস বিবেচনায় গাড়ি দু’টির দাম খুব বেশি।

আরও পড়ুন:

ইউরোপ এবং চীনে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও মার্কিন ট্যাক্স ক্রেডিট হারানোতে টেসলা এরইমধ্যে তার পুরানো লাইনআপের বিক্রয় নিয়ে বিপাকে আছে। নতুন গাড়িগুলি কিছু প্রিমিয়াম ফিনিশ ও ফিচার বাদ দিয়েছে।

গাড়ি দু’টি ৪৮০ কিলোমিটারের ওপরে ড্রাইভিং রেঞ্জ অফার করছে। নতুন গাড়ি বাজারে আসার পরপরই টেসলার শেয়ারমূল্য ৪ দশমিক ৫ শতাংশ কমে যায়।

এফএস