গত জুলাই এর প্রথম দিনে চিলির রিও হার্টাডোতে থাকা অ্যাটলাস সার্ভে টেলিস্কোপে ধরা পড়ে ধূমকেতু ‘থ্রি আই অ্যাটলাস’। এটি এখন পর্যন্ত আমাদের সৌরজগতে প্রবেশ করা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু বা ইন্টারস্টেলার অবজেক্ট। পটভূমিতে থাকা তারাদের বিপরীত দিকে চলমান আলোর কণা হিসেবে ধূমকেতুটিকে শনাক্ত করে অ্যাটলাস।
আরও পড়ুন:
ধূমকেতুটি গভীর মহাকাশ থেকে উদ্ভূত হয়েছে। এ সময় মহাবিশ্বজুড়ে যাত্রা চালিয়ে যাওয়ার আগে একটি সংক্ষিপ্ত ভ্রমণের জন্য আমাদের সৌরজগতে প্রবেশ করেছে। ২০ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত ধুলো ও বরফের লেজ তৈরি করতে দেখা গেছে ধূমকেতুটিকে। এ ধূমকেতুটি ২০২৫ সালের অক্টোবরের শেষের দিকে মঙ্গল গ্রহের কক্ষপথের ভিতরে প্রবেশ করবে। টেলিস্কোপে ধরা পড়ার পর জ্যোতির্বিজ্ঞানীরা এর ধরন ও প্রকৃতি নিয়ে সন্দেহে ছিলেন। তবে পরবর্তীতে এর হাইপারবোলিক ট্র্যাজেক্টরি ও হাই স্পিডের কারণে একে ধূমকেতু হিসেবে নিশ্চিত করা হয়।
ধূমকেতুটি ধনু রাশির দিক থেকে অভ্যন্তরীণ সৌরজগতে প্রবেশ করেছে। জেমস ওয়েব টেলিস্কোপের ছবির কারণে প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি পৃথিবীতে আঘাত হানতে পারে। অনেকে আবার এলিয়েনের শঙ্কাও করছিলেন। পরবর্তীতে অ্যাটলাসের ছবিতে নিশ্চিত হওয়া যায়, এর গতিপথ মঙ্গল গ্রহের দিকে। এমনকি প্রাথমিকভাবে একে একটি গ্রহাণুও ভাবা হয়েছিল। পরবর্তী গবেষণায় জানা যায় মানব সভ্যতা শুরুর অনেক আগে থেকেই এটি মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কোনো নক্ষত্রের মহাকর্ষীয় ক্ষেত্রও একে আটকায়নি এমনকি সূর্যের উষ্ণ বিকিরণেরও সম্মুখীন হয়নি এ থ্রি আই অ্যাটলাস। গত তিন অক্টোবর এটি মঙ্গলগ্রহকে অতিক্রম করে সূর্যের দিকে যাত্রা করেছে।





