হেলিওপজ হলো সৌরজগতের সীমানা। এ অঞ্চলটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘ওয়াল অব ফায়ার’ । যদিও এটি কোনো কঠিন প্রাচীর নয়। এটি হলো এমন একটি পাতলা অঞ্চল যেখানে তাপমাত্রা ৩০ হাজার থেকে ৫০ হাজার কেলভিন থাকে।
আরও পড়ুন:
এ তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ অঞ্চলে বস্তুকণার ঘনত্ব এতটাই কম যে, তাপমাত্রা চরম হওয়া সত্ত্বেও মহাকাশযান দুটির কোনো ক্ষতি হয়নি। কারণ খুব কম সংখ্যক কণা মহাকাশযান দুটির গায়ে আঘাত করেছে।





