ফ্যালকন-৯ রকেটে স্টারলিংকের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করলো স্পেএক্স

0

ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ২৪টি স্টারলিঙ্ক ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। একইসঙ্গে সফলভাবে রকেটটিকে একটি সামুদ্রিক জাহাজে নামিয়েছে।

স্পেসএক্সের এ মিশন স্টারলিঙ্ক প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে থাকে। যার লক্ষ্য বিশ্বের প্রতিটি প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। এ ২৪টি স্যাটেলাইট নতুন সংযোগের আওতা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

এ উৎক্ষেপণ এবং রকেট অবতরণ আবারও প্রমাণ করলো, স্পেসএক্স পুনঃব্যবহারযোগ্য মহাকাশ প্রযুক্তিতে কতটা দক্ষ হয়ে উঠেছে। এর ফলে মহাকাশে যাত্রার খরচ কমানো এবং টেকসই গবেষণা ও উন্নয়ন সম্ভব হচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

এফএস