তথ্য-প্রযুক্তি
0

দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে: প্রতিমন্ত্রী পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক। আজ ( সোমবার, ২৪ জুন) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, 'অনলাইনে অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে এরকম ২ হাজার ৬০০ সাইট বন্ধ করা হয়েছে। এসব সাইট পুনরায় যাতে চালু হতে না পারে সেজন্য এটি ঠেকাতে প্রযুক্তি সক্ষমতা বাড়ানো হচ্ছে।'

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, 'স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতা-প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। একই সঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবেও দেশটির সঙ্গে অগ্রগতিমূলক আলোচনা হয়েছে।'

স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবে। সাইবার নিরাপত্তায়ও ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'অ্যানিমেশন চলচ্চিত্র বানাতে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তাদের সব প্রস্তাব বাংলাদেশ বিবেচনায় রেখেছে।'

ইএ